বছরের সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ

Liberty News Desk

আজ আকাশে দেখা যাবে বছরের অন্যতম মনোমুগ্ধকর পূর্ণচন্দ্র—‘বিভার মুন’ বা ‘বিভার সুপারমুন’। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার তথ্য অনুযায়ী, বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে পূর্ণতা পাবে এ চাঁদ।

নভেম্বর মাসের এই পূর্ণিমা ‘বিভার মুন’ নামে পরিচিত। নাসা জানায়, এটি ২০২৫ সালের দ্বিতীয় সুপারমুন—এর আগে অক্টোবর মাসে দেখা গিয়েছিল ‘হারভেস্ট সুপারমুন’।

সাধারণ পূর্ণিমার তুলনায় আজকের চাঁদ হবে আরও বড় ও উজ্জ্বল, কারণ এটি পৃথিবীর তুলনামূলকভাবে নিকটতম কক্ষপথে অবস্থান করবে—প্রায় ৩ লাখ ৫৬ হাজার ৯৮০ কিলোমিটার দূরে।

আজ বিকেল ৫টা ৩১ মিনিটে চাঁদ উঠবে, এবং সূর্যাস্তের পরপরই পূর্ব আকাশে দেখা যাবে এর দ্যুতি। নাসার পরামর্শ অনুযায়ী, দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে আরও স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা যাবে।

এই সুপারমুনের পাশাপাশি আকাশে দেখা মিলবে আরও কিছু নাক্ষত্রিক সৌন্দর্যের—যেমন প্লাইয়েডস ও হাইডস নক্ষত্রপুঞ্জ, ওরিয়ন নক্ষত্রমণ্ডল এবং বৃহস্পতি (জুপিটার) গ্রহ।

‘বিভার মুন’ নামটির উৎপত্তি নেটিভ আমেরিকান ও ইউরোপীয় ঐতিহ্য থেকে। এ সময় বীবররা শীতের প্রস্তুতিতে বাঁধ ও আশ্রয় মজবুত করত, তাই এই পূর্ণিমার নামকরণ হয় তাদের অনুসারে। কিছু সংস্কৃতিতে একে ‘ফ্রস্ট মুন’, ‘ফ্রিজিং মুন’ বা ‘ট্রেডিং মুন’ নামেও ডাকা হয়।

আবহাওয়া অনুকূলে থাকলে আজ সন্ধ্যায় বাংলাদেশের যেকোনো স্থান থেকেই দেখা যাবে এই উজ্জ্বল ও পূর্ণ ‘বিভার সুপারমুন’।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন