অবশেষে ফেসবুকে যুক্ত হলো বহুল প্রতীক্ষিত ‘ডিসলাইক’ বাটন। জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটি তাদের মোবাইল অ্যাপে নতুন ফিচারটি চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা এখন মন্তব্যে সরাসরি ‘ডিসলাইক’ দিয়ে প্রতিক্রিয়া জানাতে পারবেন।
যদিও এখনো সব ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছেনি, তবে ফেসবুক অ্যাপ আপডেটের পর অনেকের ফোনেই এটি দেখা যাচ্ছে।
প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি একটি নিচের দিকে তীরচিহ্নযুক্ত ‘অ্যানয়িং’ নামের বোতাম চালু করেছিল। পরে সেটি পরিবর্তন করে এখন সেখানে ‘ডিসলাইক’ আইকন যুক্ত করা হয়েছে।
তবে মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফিচারটি বর্তমানে শুধুমাত্র মোবাইল অ্যাপে সীমিতভাবে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে; ওয়েব সংস্করণে এটি এখনো দেখা যাচ্ছে না।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন বোতামটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ধীরে ধীরে সকল ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হতে পারে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা ফেসবুকে ‘ডিসলাইক’ বাটনের দাবি জানিয়ে আসছিলেন, যাতে তারা কোনো মন্তব্য বা পোস্টের প্রতি অসন্তুষ্টি বা অসম্মতি প্রকাশ করতে পারেন। এতদিন ফেসবুক ইতিবাচক প্রতিক্রিয়ার দিকেই জোর দিচ্ছিল, তবে এই নতুন উদ্যোগে মনে হচ্ছে, মেটা এবার ব্যবহারকারীদের মতপ্রকাশের পরিসর আরও বিস্তৃত করতে চাইছে।
এলএনডি/এমআর






