জেনে নিন অতিরিক্ত সিম বাতিলের সহজ পদ্ধতি

Liberty News Desk
ছবি : সংগৃহীত

এখন থেকে এক ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধন রাখা যাবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, সংশ্লিষ্ট অপারেটরদের মাধ্যমে অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করা হবে এবং এজন্য ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) এর মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে গ্রাহককে আইনগত জটিলতার সম্মুখীন হতে হতে পারে।

বিটিআরসি জানিয়েছে, একজনের নামে নির্ধারিত সংখ্যার বেশি সিম থাকলে সেগুলো অবৈধ বলে গণ্য হবে। অবৈধ সিম ব্যবহারেরোধ, সাইবার অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কীভাবে রেজিস্ট্রেশন বাতিল করবেন-

  • অতিরিক্ত সিম বন্ধ করতে প্রথমে সংশ্লিষ্ট অপারেটরের হেল্পলাইন নম্বরে কল করুন (যেমন — ১২১)। সেখানে জাতীয় পরিচয়পত্র (নাগরিক শনাক্তকরণ) নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে অপারেটর ওই সিম বন্ধ করে দেবে।
  • আপনার জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত সব সিম নম্বর দেখতে *১৬০০১# ডায়াল করে ফিরতি মেসেজে তালিকা পাওয়া যাবে।
  • যদি তালিকাভুক্ত কোনো সিম আপনার না হয়, অথবা আপনি কোনো পুরনো/অপ্রয়োজনীয় সিম ব্যবহার করেন না—সেগুলোর রেজিস্ট্রেশন বাতিল করতে অবিলম্বে আপনার অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন।

বিটিআরসি ২০১৫ সালে অপরাধ দমন ও সুরক্ষার কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ভিত্তিক সিম রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করেছিল। পরবর্তীতে ২০১৭ সালে একজন ব্যবহারকারীর জন্য সর্বোচ্চ সিমের সীমা ১৫টি নির্ধারণ করা হয়। সাম্প্রতিক বিবেচনায় সেটি ১০টিতে নামানো হয়েছে। বিটিআরসি গ্রাহকদের অনুরোধ করেছে—নিজের নামের মাধ্যমে নিবন্ধিত সিম যাচাই করে অতিরিক্ত সিম নির্ধারিত সময়ের মধ্যে বাতিল করে নিন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন