বিশ্বকাপ জেতার পরই ট্রফি নিয়ে বিয়ে করতে চান রোনালদো

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ফুটবল ও ভালোবাসাকে একই সুতায় গেঁথে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৬ সালের বিশ্বকাপ সামনে রেখে রোনালদোর সামনে এখন দুটি বড় লক্ষ্য—শেষবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করা এবং দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো জানান, জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়টি তিনি অনেক দিন ধরেই ভেবে আসছিলেন। পরিবারের উপস্থিতিতে এক আবেগঘন মুহূর্তে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি।

রোনালদোর ভাষায়, “একদিন আমাদের সন্তানরা হঠাৎ জিজ্ঞেস করল—‘বাবা, তুমি মা’কে কবে আংটি পরাবে?’ তাদের সেই সরল প্রশ্নটাই যেন আমার হৃদয় ছুঁয়ে গেল।”

এর কিছুদিন পরই জর্জিনা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন—হাতে ৩৫ ক্যারেটের হীরার আংটি, যার মূল্য প্রায় ৫০ লাখ ডলার। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “হ্যাঁ, আমি রাজি—এই জীবনেও, পরের জীবনেও।”

রোনালদোর ইচ্ছা, তাদের বিয়েটি হবে বিশেষ এক দিনে—যে দিনটি ফুটবলের ইতিহাসেও থাকবে। তার পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর, যদি তিনি ট্রফি জিততে পারেন, সেই আনন্দের মুহূর্তেই শুরু করবেন জীবনের নতুন অধ্যায়।

সব কিছু পরিকল্পনামতো হলে, রোনালদোর জন্য এটি হবে এক প্রতীকী সমাপ্তি—দুই দশকের ফুটবল ক্যারিয়ারের গৌরবময় অধ্যায় শেষ করে ভালোবাসার নতুন যাত্রায় পা রাখা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন