ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। গত চার দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পরবর্তী সময়ে পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয় বলে জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
রিয়াদের অসুস্থতার খবর জানিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যায়—হাসপাতালের শয্যায় শুয়ে আছেন মাহমুদউল্লাহ।
ছবির ক্যাপশনে জান্নাতুল কাওসার লিখেছেন, “আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে নানা পরীক্ষার মধ্য দিয়ে যাচাই করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ অত্যন্ত দয়ালু। রিয়াদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।”
এলএনডি/এমআর






