সিরিজের প্রথম ম্যাচেই হারলো বাংলাদেশ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানের ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা, যেখানে ব্যর্থ ছিলেন শুরুর সারির ব্যাটাররা—লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও শামীম হোসেন। শেষ দিকে তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদের ছোট ইনিংস কেবল হার কমিয়েছে কিছুটা।

সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার আলিক অ্যাথানেজ ও ব্র্যান্ডন কিংয়ের উদ্বোধনী জুটিতে আসে ৫৯ রান। পরবর্তীতে শাই হোপ ও রোভম্যান পাওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের লড়াকু সংগ্রহ গড়ে সফরকারীরা।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন ২টি উইকেট এবং রিশাদ হোসেন নেন ১টি।

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ধাক্কা খায় স্বাগতিকরা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

  • তানজিদ হাসান তামিম করেন ৫ বলে ১৫ রান, শেফার্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সিলসের বলে।
  • অধিনায়ক লিটন দাস ফেরেন ৮ বলে ৫ রান করে, আকিল হোসেনের শিকার হয়ে।
  • সাইফ হাসান ৭ বলে ৮ রান করে আউট হন আকিলের বলে শেফার্ডের হাতে।
  • শামীম হোসেন (১) ও নুরুল হাসান সোহান (৫) দ্রুত ফিরে গেলে বিপর্যয় আরও গভীর হয়।

তাওহীদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়লেও ২৫ বলে ২৮ রান করে ফেরেন। এরপর ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

শেষ দিকে তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ ২৩ বলে ৪০ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন।

  • সাকিব ২৭ বলে ৩৩ রান করে ফেরেন রস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে।
  • নাসুম করেন ১৩ বলে ২০ রান।

শেষ দিকে তাসকিন আহমেদ (১১*) ও মোস্তাফিজুর রহমানের (৮ বলে অপরাজিত ১১) জুটিতে কিছুটা রান যোগ হয়। তবে ২০তম ওভারে হিট আউটে তাসকিন ফেরায় ইনিংস শেষ হয় বাংলাদেশের ১৪৯ রানে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার ও সিলস নিয়েছেন ৩টি করে উইকেট। আকিল হোসেন ২টি এবং পিয়েরে ও শেফার্ড নিয়েছেন ১টি করে উইকেট।

সফরকারীদের ইনিংসে আলিক অ্যাথানেজ করেন ২৭ বলে ৩৪ রান, আর ব্র্যান্ডন কিং করেন ৩৬ বলে ৩৩ রান। শাই হোপ (২৮ বলে অপরাজিত ৪৬) ও রোভম্যান পাওয়েল (২৮ বলে অপরাজিত ৪৪) শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ১৬৫ রানে পৌঁছে দেন।

টপ-অর্ডারের ব্যর্থতায় চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। শেষ দিকে সাকিব ও নাসুমের প্রতিরোধ হারের ব্যবধান কমায়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন