মেসির জোড়া গোলে প্লে-অফে ইন্টার মায়ামির দারুণ সূচনা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে ন্যাশভিল এসসিকে ৩–১ ব্যবধানে পরাজিত করে এমএলএস কাপের প্রথম রাউন্ডে দারুণ সূচনা করেছে ইন্টার মায়ামি। দলের হয়ে অপর গোলটি করেছেন তাদেও আলেন্দে।

এই জয়ের ফলে তিন ম্যাচের এই সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল মায়ামি। সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ন্যাশভিলের মাঠে।

ম্যাচের আগে মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে গোল্ডেন বুট পুরস্কার গ্রহণ করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা মেসি। পুরস্কার হাতে পেয়েই যেন মাঠে প্রমাণ করে দিলেন কেন তিনি এখনও সেরাদের সেরা।

১৯ মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে ডাইভিং হেডে প্রথম গোলটি করেন মেসি। এর আগে সার্জিও বুসকেটস বল কাড়েন এবং রদ্রিগো দে পলকে পাস দেন। দে পল বলটি বাড়ান মেসির কাছে, মেসি আবার তা বাড়ান সুয়ারেজকে— আর সুয়ারেজের নিখুঁত ক্রসেই দুর্দান্ত হেডে জালের ঠিকানা খুঁজে পান মেসি।

৬২ মিনিটে ইয়ান ফ্রের পাস থেকে মাথা ছুঁইয়ে গোল করেন আলেন্দে, ব্যবধান দাঁড়ায় ২–০।

ইনজুরি টাইমের নবম মিনিটে গোলরক্ষক জো উইলিসের ভুলের সুযোগে মেসি নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। জর্দি আলবার বাম দিক থেকে পাঠানো বল ফসকে গেলে খালি পোস্টে সহজেই বল জড়ান আর্জেন্টাইন অধিনায়ক।

ইনজুরি টাইমের একাদশ মিনিটে হানি মুখতারের গোলটি ন্যাশভিলের জন্য কেবলই সান্ত্বনার ছিল।

এই ম্যাচের একদিন আগেই ৩৮ বছর বয়সী মেসি ইন্টার মায়ামির সঙ্গে আরও তিন বছরের চুক্তি নবায়ন করেন, যা তাকে ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে রাখবে।
ম্যাচে উপস্থিত থেকে এমএলএস কমিশনার ডন গারবার মেসির হাতে গোল্ডেন বুট তুলে দেন, যা মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তোলে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন