সৌদি সুপার কাপে আরেকবারও শিরোপা হাতছাড়া হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। রোমাঞ্চকর ফাইনালে আল-আহলির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে হেরে যায় আল-নাসর। ফলে সৌদি লিগে যোগ দেওয়ার পর থেকে শিরোপার অপেক্ষা কাটাতে পারলেন না পর্তুগিজ সুপারস্টার।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল জর্জ জেসুসের আল-নাসর। একের পর এক সুযোগ নষ্ট হলেও অবশেষে প্রথমার্ধের ৪১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। শান্তভাবে বল জালে পাঠিয়ে আল-নাসরের জার্সিতে তিনি পূর্ণ করলেন ১০০ গোল। এ অর্জনের ফলে রোনালদো হয়ে গেলেন বিশ্বের একমাত্র ফুটবলার, যিনি পাঁচটি আলাদা দলের হয়ে শতাধিক গোল করেছেন—ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল-নাসর ও পর্তুগালের হয়ে।
তবে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির আগেই চমৎকার শটে সমতায় ফেরান ফ্র্যাঙ্ক কেসি। দ্বিতীয়ার্ধেও লড়াই চলতে থাকে। ম্যাচ শেষ হওয়ার কিছু আগে মার্সেলো ব্রোজোভিচের গোলে আবারও এগিয়ে যায় আল-নাসর। কিন্তু শেষ মুহূর্তে কর্নার থেকে রজার ইবানেজ হেড করে গোল করলে সমতায় ফেরে আল-আহলি।
নির্ধারিত সময়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই নায়ক হয়ে ওঠেন আল-আহলির গোলরক্ষক এডোয়ার্ড মেন্ডি। আল-নাসরের মিডফিল্ডার আবদুল্লাহ আল-খাইবারির শট ঠেকিয়ে দিয়ে দলকে শিরোপা এনে দেন তিনি।
ফলে গোল করেও রোনালদোকে আবারও খালি হাতে ফিরতে হয়। ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জয়ের পর থেকে একাধিক ফাইনালে খেললেও দ্বিতীয় ট্রফির দেখা মিলছে না তার।
এলএনডি/এমআর






