নেইমার, ডি মারিয়ার অস্ত্রোপচারের সেই হাসপাতালে চিকিৎসা নেবেন টাইগাররা

Liberty News Desk
ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের চিকিৎসা সংক্রান্ত ভিসা জটিলতা নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের চিকিৎসার জন্য কাতারের খ্যাতনামা এসপেটার স্পোর্টস মেডিসিন হাসপাতালকে নির্ধারিত কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ।

মেডিকেল ইউনিটের প্রস্তাব অনুযায়ী, জাতীয় দলের ক্রিকেটারদের ইনজুরি ও চিকিৎসার ধরন অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে। এতে আগে থেকেই নির্ধারণ করা সম্ভব হবে কোন খেলোয়াড় কোন দেশে চিকিৎসা নেবেন। তবে ইনজুরির প্রকৃতি অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে।

বিশ্বজুড়ে ক্রীড়াবিদদের কাছে সুপরিচিত এসপেটার হাসপাতাল। এখানেই অস্ত্রোপচার করিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রসহ আনহেল ডি মারিয়া, মো ফারাহ ও ইয়া ইয়া তোরের মতো তারকা ক্রীড়াবিদরা। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যেও পেসার মোহাম্মদ সাইফউদ্দিন, অভিষেক দাস ও আশিকুর জামান ইতিপূর্বে চিকিৎসা নিয়েছেন এই হাসপাতালে।

কাতারে সহজে ভিসা মেলাই বিসিবির মূল প্রাধান্যের কারণ। বোর্ডের ধারণা, এতে বিদেশে চিকিৎসা প্রক্রিয়া হবে দ্রুত ও ঝামেলাহীন। পাশাপাশি, বিসিবি একাডেমি ভবনে একটি মিনি মেডিকেল ইউনিট স্থাপনের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন