ক্যারিয়ারের সবচেয়ে বাজে হার : নেইমার বললেন, ‘আমি লজ্জিত’

Liberty News Desk
ছবি : সংগৃহীত

চোটের কারণে বহুবার কান্নাভেজা চোখে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে। তবে এবার চোখের জল এলো ভিন্ন কারণে—ক্যারিয়ারের সবচেয়ে লজ্জাজনক হারের বেদনায়। সান্তোস ঘরের মাঠে ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ব্রাজিলিয়ান তারকার কণ্ঠেও ফুটে উঠল হতাশা।

ব্রাজিলিয়ান লিগ সিরি আ’র ম্যাচে দুর্বল অবস্থায় থাকা ভাস্কো দা গামার বিপক্ষে এভাবে ভেঙে পড়বে সান্তোস—তা কল্পনাও করেননি কেউ। ম্যাচের আগে ১৭ খেলায় মাত্র ৪ জয়ে ১৬ পয়েন্ট ছিল ভাস্কোর। সেই দলের কাছেই হারের তিক্ত অভিজ্ঞতা পেল নেইমারের সান্তোস।

ম্যাচ শেষে নেইমার বলেন, “আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি ভীষণ হতাশ। সমর্থকরা প্রতিবাদ করতেই পারেন, তবে অবশ্যই সহিংসতা ছাড়া। তারা যদি গালি দেয়, সমালোচনা করে—সেটারও অধিকার আছে।”

তিনি আরও যোগ করেন, “এটা জীবনের সবচেয়ে খারাপ অনুভূতিগুলোর একটি। রাগ আর হতাশা থেকে কান্না এসেছিল। আমি সবদিক থেকে সাহায্য করতে পারি না। যা ঘটেছে, সবই ভয়ংকর অভিজ্ঞতা।”

ম্যাচে প্রথমার্ধে এক গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে টানা পাঁচ গোল খেয়ে পুরোপুরি ভেঙে পড়ে সান্তোস। এর ফলে নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড গড়ে। এর আগে তার দলের সবচেয়ে বড় হার ছিল ৪-০ গোলের, যা ঘটেছিল ২০১১ সালে বার্সেলোনার বিপক্ষে (ক্লাব বিশ্বকাপ) এবং ২০১৭ সালে পিএসজির বিপক্ষে (চ্যাম্পিয়নস লিগ)।

এবার সেই সব হারকেও ছাড়িয়ে গেল এই পরাজয়। ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ব্রাজিলের ৭-১ গোলের হারে নেইমার মাঠে ছিলেন না চোটের কারণে। তবে এবার মাঠেই ছিলেন তিনি, আর প্রতিপক্ষ দলে ছিলেন জাতীয় দলের সতীর্থ ফিলিপে কুতিনিও।

মাঠের লড়াইয়ে কুতিনিওর দলই প্রাধান্য বিস্তার করে। ভাস্কোর হয়ে দুটি গোল করেন তিনি—ম্যাচের ৫৪ ও ৬২ মিনিটে। ফলে ব্যক্তিগত লড়াইয়েও জয় তার পক্ষেই যায়।

এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে ভাস্কো দা গামা। ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তারা উঠেছে ১৬তম স্থানে। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে সান্তোস অবস্থান করছে ১৫তম স্থানে।

ভাস্কোর বিপক্ষে বড় হারের কয়েক ঘণ্টার মধ্যেই সান্তোস প্রধান কোচ ক্লেবার হাভিয়েরকে ছাঁটাই করেছে ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানানো হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন