ইন্টার মায়ামিতে এবার মেসির সঙ্গে রদ্রিগো ডি পল

Liberty News Desk
ফাইল ছবি

আর্জেন্টিনার জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবার যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (MLS) ক্লাব ইন্টার মায়ামিতে। এ ক্লাবে এরই মধ্যে খেলছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ফলে মাঠে আবারও একসঙ্গে দেখা যাবে এই সফল জুটিকে।

স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ইন্টার মায়ামিতে পাড়ি দিচ্ছেন ডি পল। দুই ক্লাবের মধ্যে চুক্তি অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত তাকে ধারে খেলাবে ইন্টার মায়ামি। এরপর স্থায়ীভাবে চুক্তির সম্ভাবনাও রয়েছে।

রদ্রিগো ডি পল ২০২১ সালে ইতালির উদিনেজে থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন। সেখানে তিন বছর খেলে মাঠে এবং ড্রেসিংরুমে নিজেকে নির্ভরযোগ্য একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। জাতীয় দলের হয়ে ২০২১ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। বিশেষ করে মেসির পাশে থেকে তাকে রক্ষাকবচের মতো সাহায্য করতেন ডি পল।

ইন্টার মায়ামি সম্প্রতি একাধিক তারকা খেলোয়াড় নিয়ে শক্তিশালী দল গড়েছে। মেসির পাশাপাশি খেলছেন সার্জিও বুসকেতস, জর্দি আলবা ও লুইস সুয়ারেস। এবার রদ্রিগো ডি পল যোগ দেওয়ায় দলটির মিডফিল্ড আরও মজবুত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডি পলকে দলে ভেড়ানো প্রসঙ্গে ইন্টার মায়ামির এক মুখপাত্র বলেন, “সে শুধু দক্ষ মিডফিল্ডারই নয়, লড়াকু মানসিকতার খেলোয়াড়। মেসির সঙ্গে তার বোঝাপড়া দুর্দান্ত, যা মাঠে আমাদের বড় সুবিধা দেবে।”
ফুটবল বিশ্লেষকদের মতে, ডি পলের আগমন মেসির ইন্টার মায়ামিতে দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ গড়ার ইঙ্গিতও হতে পারে। দুজনের ব্যক্তিগত বন্ধুত্ব ও মাঠের বোঝাপড়াকে কাজে লাগিয়ে ক্লাবটি আরও সফলতা পেতে চায়।

এই চুক্তির ফলে ইন্টার মায়ামি শুধু দক্ষিণ আমেরিকার নয়, আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও আরও বড় একটি নাম হয়ে উঠতে চলেছে বলে মনে করা হচ্ছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন