চতুর্থ বারের মতো বাবা হলেন নেইমার, ঘরে এলো রাজকন্যা

Liberty News Desk
ফাইল ছবি

ব্রাজিল সুপারস্টার নেইমার আবারও বাবা হয়েছেন। নেইমার এবং তার বান্ধবী ব্রুনার কোলজুড়ে এসেছে একটি কন্যা সন্তান। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে খবরটি নিশ্চিত করেছে নেইমারের ক্লাব সান্তোস।

২০২৩ সালের নভেম্বরে ব্রুনা আর নেইমারের বিচ্ছেদ হয়েছিল। কিন্তু ২০২৪ সালের শেষে আবারও তারা এক হয়েছিলেন। মাসখানেক আগে নেইমারের ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, ব্রুনা আবারও তার সন্তানের মা হতে যাচ্ছেন।

আজ রবিবার স্থানীয় সময় ভোররাতে ব্রুনা একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

এর আগেও নেইমারের তিনটি সন্তান আছে বলে জানা যায়। দাভি, মাভির পর ২০২৪ সালের মাঝামাঝি এক ব্রাজিলিয়ান মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির গর্ভে নেইমারের সন্তান হেলেনার জন্ম হয়। নেইমার শুরুতে পিতৃত্ব অস্বীকার করে ডিএনএ টেস্ট করতে চেয়েছিলেন। পরে বিষয়টি চাপা পড়ো যায়। তবে হেলেনার বাবার দায়িত্ব পালনে কোনো কমতি রাখেন না নেইমার।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন