বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ সন্ধ্যায় তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে দলটি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। যদিও আগেই টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা, তবুও ম্যাচটি নিয়েও দারুণ সিরিয়াস দল। এর মধ্যেই বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকারের কণ্ঠে উচ্চারিত হয়েছে আরও বড় মঞ্চে খেলার স্বপ্ন—২০২৭ নারী বিশ্বকাপ।
১২ দলের এবারের এশিয়া কাপ বসবে আগামী মার্চে, অস্ট্রেলিয়ায়। সেখান থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা আট দল খেলবে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে। সে কারণেই এখন থেকেই বিশ্বমঞ্চের স্বপ্ন দেখছেন বাংলাদেশ অধিনায়ক। অনুশীলন শেষে আফিদা বলেন,
“সবাই যেভাবে আমাদের সমর্থন করেছেন, সেভাবেই করবেন। আমরা যেন আরও এগিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। দলকে আমি বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই, আপনাদের দেখাতে চাই। যেহেতু আমাদের সামনে সুযোগটা আসছে, আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা কাজে লাগাতে।”
এশিয়ান কাপ নিশ্চিত করে ইতিহাস গড়া দলটির নেতৃত্ব দিতে পারা আফিদার জন্য গর্বের। কিন্তু পরের ম্যাচে মনোযোগ হারাতে নারাজ এই ডিফেন্ডার। “এই আনন্দ আসলে বলে বোঝানোর মত নয়। বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসে এই প্রথম এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, এটা খুবই আনন্দের। দলের পরিস্থিতি খুবই ভালো। সবাই খুব ফুরফুরে মেজাজে, আমরা ভালোই অনুশীলন করলাম। আজ আমাদের শেষ ম্যাচ। এ ম্যাচে যেন ভালো করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন,”—বলেছেন অধিনায়ক।
বাংলাদেশ এরই মধ্যে গ্রুপে বাহরাইনকে ৭-০ ও স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। আজকের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান গ্রুপের সবচেয়ে দুর্বল দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
দলের প্রস্তুতি নিয়ে গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন,“ছোটখাটো কিছু চোট সমস্যা আছে, কোচ ওই সকল খেলোয়াড়দের রিকভারি করার সময় দিয়েছে এবং বাকিদের নিয়ে আমরা মাঠে কাজ করেছি। আজকের ম্যাচ নিয়ে মেয়েরা খুবই সিরিয়াস এবং মনোযোগী। আমরাও তাদের প্রতিনিয়ত বলছি, আমাদের বাছাই এখনও শেষ হয়নি। ইনশাআল্লাহ আজকের ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই।”
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






