গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ, যিনি চট্টগ্রাম-৮ আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

ঘটনাটি ঘটে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায়।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নিতে এরশাদ উল্লাহ হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গুলির ঘটনার পেছনে কারা জড়িত, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “এরশাদ উল্লাহকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা সেখানে যাচ্ছি, চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত জানার পর পরবর্তী অবস্থান জানানো হবে।”

দলীয় নেতাকর্মীদের দাবি, এরশাদ উল্লাহর সঙ্গে থাকা আরও কয়েকজনও এ ঘটনায় আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধদের মধ্যে সরওয়ার বাবলা নামের একজনের অবস্থা গুরুতর।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “পুলিশ ঘটনাস্থলে আছে, আমি হাসপাতালে যাচ্ছি।”

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, “এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণার সময় হামলার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

উল্লেখ্য, এরশাদ উল্লাহ চট্টগ্রাম বিএনপির দীর্ঘদিনের সক্রিয় নেতা এবং বর্তমানে তিনি মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন