আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯১ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে পাবনা-৪ ও ঢাকা-১০ আসনে প্রার্থী করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, বিএনপির ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি এখনো শূন্য রাখা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন নেতারা।
এ সময় জোনায়েদ সাকি বলেন, বৃহত্তর স্বার্থে কয়েকটি উদার ও মধ্যপন্থি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোট গঠনের আলোচনা চলছে। আলোচনায় অগ্রগতি হলে প্রার্থী তালিকা পুনর্গঠন করা হতে পারে।
তিনি আরও বলেন, সংশোধিত আপিল আইনে প্রার্থীদের জামানত বৃদ্ধিকে অগণতান্ত্রিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি যেকোনো দলের প্রতীকে অংশগ্রহণের সুযোগ রাখার দাবিও জানান তিনি।
এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত রাজনৈতিক ঐক্যমতের আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলন একযোগে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করে। একই অনুষ্ঠানে নবগঠিত ৪৮ সদস্যের কেন্দ্রীয় কমিটির নামও ঘোষণা করা হয়।
এলএনডি/এমআর






