আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনও জোটে যাচ্ছে না বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনকে সামনে রেখে জামায়াতের জোট গঠনের পরিকল্পনা নেই। তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”
জামায়াতের আমির আরও বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিরতা তৈরি হতে পারে।
পি আর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে অবস্থান জানিয়ে তিনি বলেন, “আমাদের বিশ্বাস, সাধারণ মানুষও এই পদ্ধতির নির্বাচনকে সমর্থন করবে, কারণ এটি সবার অংশগ্রহণ নিশ্চিত করে।”
টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল ডা. শফিকুর রহমানের প্রথম নিজ জেলা সফর। সিলেটে পৌঁছালে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এলএনডি/এমআর






