বিএনপির প্রার্থী তালিকা হতাশাজনক, অনেকেই গডফাদার : নাসিরুদ্দীন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপির ঘোষিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকাকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। তার অভিযোগ, মনোনীত অনেক প্রার্থীই এলাকাভিত্তিক ‘গডফাদার’ হিসেবে পরিচিত।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাসিরুদ্দীন বলেন, “আমরা আশা করেছিলাম, গণঅভ্যুত্থানের পর বিএনপি নতুন ও যোগ্য নেতৃত্বকে মনোনয়ন দেবে। কিন্তু দেখা যাচ্ছে, তারা কৌশলগতভাবে ছাত্রদল ও যুবদলের তরুণ নেতাদের পাশ কাটিয়ে দিয়েছে। আমরা সেই তরুণ নেতাদের এনসিপিতে স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, “আমাদের জানা মতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন। আমরা চাই, রাজনৈতিক সংকট নিরসনে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান বের করা হোক।”

খালেদা জিয়ার তিনটি আসনে মনোনয়ন পাওয়ার প্রসঙ্গে নাসিরুদ্দীন বলেন, “তিনি গণতন্ত্রের একটি প্রতীক।”

এ সময় তিনি কঠোর ভাষায় ঘোষণা দেন, “আজ থেকেই আমরা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করছি। এই লড়াইয়ে কেউ টিকবে না—হয় তারা থাকবে, নয়তো আমরা; কিন্তু আমরা পিছু হটব না।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “ড. ইউনূসকে কখনও বিএনপি, কখনও জামায়াতের পক্ষ থেকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। আমি তাকে আশ্বস্ত করতে চাই—আপনি ভয় পাবেন না, আমরা আপনার পাশে আছি। আমরা কারও ভয় করি না, না বিএনপির, না জামায়াতের।”

নাসিরুদ্দীন অভিযোগ করে বলেন, “বর্তমানে কিছু বড় দল আসনের প্রলোভন দেখিয়ে ছোট দলগুলোকে প্রভাবিত করছে, যা গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট করছে। প্রতিটি দলের নিজস্ব প্রতীকেই নির্বাচনে অংশ নেওয়ার অধিকার থাকা উচিত। যদি কোনো বড় দল প্রতীক বিক্রি করে, আমরা ভোটারদের অনুরোধ করব তাদের সমর্থন না দিতে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রধান উপদেষ্টার মাধ্যমেই জারি করতে হবে; এতে রাষ্ট্রপতির অনুমোদনের কোনো প্রয়োজন নেই। যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, শিক্ষার্থীরা আবার রাস্তায় নামবে।”

সংবাদ সম্মেলনের শেষদিকে তিনি বলেন, “আমরা ‘গণভোট’-এর আহ্বান জানাচ্ছি—দলীয় মত নয়, বরং সবার সম্মিলিত মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া উচিত। জুলাই সনদের আইনি ঘোষণা দিতে হবে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকেই, কারণ ছাত্র-জনতা তাকে দায়িত্ব দিয়েছে, এখন তারই শক্ত অবস্থান নেওয়ার সময়।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন