বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকদের বিভিন্ন স্থানে বিক্ষোভ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কাজী আলাউদ্দীনের নাম ঘোষণার পর কালিগঞ্জ ও নলতায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ওই আসনে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। একইভাবে, সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফকে প্রার্থী ঘোষণা করায় আব্দুল আলীমের সমর্থকরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

মাগুরায়ও মনোনয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে অন্তত চারজন আহত হন। সোমবার সন্ধ্যায় নোহাটা ইউনিয়নের মোবারকপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী প্রার্থী হওয়ার পর তার সমর্থকদের সঙ্গে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের অনুসারীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়া-৩ আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে প্রার্থী না করায় তার সমর্থকেরা রাত ৯টার দিকে মজমপুর এলাকায় বিক্ষোভে নামেন। এতে কিছু সময়ের জন্য কুষ্টিয়া–ঈশ্বরদী ও কুষ্টিয়া–ঝিনাইদহ সড়কে যান চলাচল বন্ধ থাকে। রাত দশটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে বাদ দেওয়ায় সমর্থকেরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে ব্যারিকেড দেয়। সীতাকুণ্ড, ভাটিয়ারী, জোড়ামতল, কুমিরা, বাঁশবাড়িয়া ও ভাটিয়ারী এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করা হয়, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় কিছু গাড়ি ও দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে। ওই আসনে কাজী সালাউদ্দিন বিএনপির প্রার্থী হয়েছেন।

মাদারীপুরের শিবচরেও মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর সমর্থকেরা। সোমবার সন্ধ্যায় তারা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া নাটোরেও বিক্ষোভের ঘটনা ঘটেছে। গৌধরা এলাকায় ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকেরা মহাসড়কে আগুন দেন, যিনি নাটোর-১ আসনের মনোনয়ন বঞ্চিত নেতা। ওই আসনে তার বোন, বিএনপির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল মনোনয়ন পেয়েছেন। পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। তবে এক ব্যক্তির ওপর হামলার ঘটনাও ঘটে বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন