প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপি

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে দলের মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “আমরা শাপলা কলি প্রতীক নিতে সম্মত হয়েছি। আসন্ন নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হবে কঠিন প্রতিদ্বন্দ্বিতা।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “নির্বাচন কমিশনের কিছু স্বেচ্ছাচারী আচরণ থাকলেও আমরা বৃহত্তর রাজনৈতিক স্বার্থে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। জনগণের কাছ থেকেও আমরা শাপলা কলি প্রতীকের ব্যাপারে ইতিবাচক সাড়া পেয়েছি। এটি শাপলার প্রতীককে নতুন মাত্রা দিয়েছে।”

তিনি জানান, এনসিপি সারা দেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে, এবং যেকোনো এলাকার আগ্রহী প্রার্থীর আবেদন বিবেচনা করা হবে।

নির্বাচন কমিশনকে দ্রুত সময়ের মধ্যে দলের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, “আমরা বিএনপির চাঁদাবাজি বা জামায়াতে ইসলামীর ধর্মীয় ফ্যাসিবাদের রাজনীতিতে যুক্ত নই। তারা নিজেদের অবস্থান পরিবর্তন করলে জোট গঠনের বিষয়ে ভাবা যেতে পারে।”

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “সরকারের উপদেষ্টারা যদি বিভিন্ন দলের সঙ্গে গোপনে রাজনৈতিক যোগাযোগ রাখেন, তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।”

নির্বাচন কমিশনের কার্যক্রমের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দেশের মানুষ এখন ইসিকে ‘ইঞ্জিনিয়ারিং কমিশন’ হিসেবেই দেখছে।”

বৈঠকে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন — যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন