আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের সবকটি ৩০০ আসন থেকেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
নাহিদ ইসলাম বলেন, “আমরা আপাতত ৩০০ আসনেই লড়ার পরিকল্পনা করছি। আশা করছি, চলতি মাসের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারব। তখনই সবাই জানতে পারবেন কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যেই আমাদের অনেক সদস্য নিজ নিজ এলাকায় কাজ শুরু করেছেন।”
এক প্রশ্নের জবাবে তিনি নিজের ঢাকা থেকে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনার কথাও ইঙ্গিত দেন।
দ্রুত নির্বাচনের পক্ষে মত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “আমরা নতুন রাজনৈতিক দল হিসেবে অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছি। দল সংগঠনের সময় খুব বেশি পাইনি। তবুও প্রস্তুতি যাই থাকুক না কেন, আমরা নির্বাচন পেছানোর পক্ষে নই। দেশের স্থিতিশীলতার স্বার্থে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হওয়া জরুরি।”
তিনি আরও বলেন, “এই নির্বাচনকে ঘিরে আমাদের পরিকল্পনা সীমাবদ্ধ নয়। আমরা দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে কাজ করছি। এ নির্বাচন আমাদের প্রথম পরীক্ষা হিসেবে বিবেচিত হবে—ফল যাই হোক, তা জনগণই নির্ধারণ করবে।”
এলএনডি/এমআর






