আমরা মওদুদী ইসলাম নয়, মদিনার ইসলামের অনুসারী : সালাহউদ্দিন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা মওদুদী ইসলামের অনুসারী নই, আমরা মদিনার ইসলামের অনুসারী। আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সাহাবারা যে ইসলাম পালন করেছেন, আমরা সেই ইসলামের পথেই চলতে চাই। রাজনীতির স্বার্থে ইসলামকে বিকৃতভাবে ব্যবহার করা কখনোই গ্রহণযোগ্য নয়।”

শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘আজমতে সাহাবা’ শীর্ষক মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সম্মেলনের আয়োজন করে কাসেমী পরিষদ।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “বর্তমানে একটি গোষ্ঠী রাজনীতির সুবিধার জন্য ইসলামকে ব্যবহার করছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। ইসলামকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে কেউ যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম—রাজনীতি নয়। রাজনীতি হবে ইসলামের আদর্শে, মানুষের কল্যাণের জন্য।”

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের রাজনীতি ইসলামবিদ্বেষী, আলেমবিদ্বেষী এবং মুসলিমবিরোধী। দেশের মানুষ ইতোমধ্যেই তাদের এ নীতি প্রত্যাখ্যান করেছে। এখন সময় এসেছে—সৎ রাজনীতি করার, যে রাজনীতি ইসলামের পক্ষে ও মানুষের পাশে থাকে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন মুফতি মনির হোসেন কাসেমী। এসময় উপস্থিত ছিলেন পাকিস্তানের আলেম মাওলানা সাঈদ আল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আবু জাফর আহমেদ বাবুল, মশিউর রহমান রনি, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা মীর আহমাদুল্লাহ ফুয়াদ, মুফতি হারুন, মুফতি আহসানুল্লাহ আব্বাসী, মুফতি মঞ্জুরুল ইসলাম আফিন্দী এবং সমাজসেবক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ প্রমুখ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন