যারা সংস্কারের বিপক্ষে, তাদের সঙ্গে দূরত্ব বাড়বে : হাসনাত

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “যারা সংস্কারের পক্ষে থাকবে, তাদের সঙ্গে সম্পর্ক ও বোঝাপড়া আরও গভীর হবে, আর যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নেবে—তাদের সঙ্গে স্বাভাবিকভাবেই দূরত্ব বাড়বে।”

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা বা বিএনপি–জামায়াতের সঙ্গে সম্পর্কের দূরত্ব প্রসঙ্গে প্রশ্ন করা হলে হাসনাত আবদুল্লাহ বলেন, এ বিষয়ে কোনো নতুন পরিস্থিতি তৈরি হয়নি।

বর্তমানে তিনি বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফরে রয়েছেন। সফরের প্রথম দিন তিনি পিরোজপুর সদর উপজেলা পরিষদে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় যোগ দেন।

সভায় এনসিপিকে আরও সংগঠিত ও সক্রিয় করার কৌশল, সাংগঠনিক কার্যক্রমের রূপরেখা এবং জেলা কমিটি গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবুসাঈদ মুসা এবং পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন