অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : মির্জা ফখরুল

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের চলমান রাজনৈতিক সংকটের মূল কারণ হলো অন্তর্বর্তী সরকার ও তাদের গঠিত ঐকমত্য কমিশন। তিনি বলেন, “তারা জনগণের আস্থা ভেঙে দিয়েছে, প্রতারণা করেছে এবং বিশ্বাসঘাতকতা করেছে।”

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “অন্তর্বর্তী সরকার যে কমিশন গঠন করেছে, সেটি প্রায় দেড় বছর ধরে বিভিন্ন বিষয়ে ঐকমত্য তৈরির কাজ করেছে। সংস্কারসহ বহু বিষয়ে আমরা একমত হয়েছিলাম, কেবল কিছু জায়গায় মতভেদ ছিল। আমরা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিলাম, যা রাজনৈতিকভাবে স্বাভাবিক বিষয়। কিন্তু যখন ঐকমত্যের নথি জমা দেওয়া হলো, তখন দেখা গেল কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেওয়া হয়েছে—বিশেষ করে আমাদের দেওয়া আপত্তির জায়গাগুলো। এটি সরাসরি বিশ্বাসভঙ্গের শামিল।”

তিনি আরও বলেন, “যেদিন ঐকমত্যের নথিতে স্বাক্ষর দেওয়া হলো, সেদিন বৃষ্টির মধ্যে আমরা ছাতা মাথায় নিয়ে একসঙ্গে স্বাক্ষর করেছিলাম। কিন্তু পরে যখন সেটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়, তখন দেখি সেটি পরিবর্তিত। তাই আমরা বলেছিলাম—‘এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা’। এখনকার সংকট সেই প্রতারণার ফল।”

বিএনপি মহাসচিব বলেন, “আমরা যে আস্থা ও দায়িত্ববোধ আশা করেছিলাম, তারা তা ভঙ্গ করেছে। তাই বর্তমান রাজনৈতিক অচলাবস্থার দায় অন্তর্বর্তী সরকারের।”

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। আমাদের দলই সংস্কারের মধ্য দিয়ে জন্ম নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। পরে দেশনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসনব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরিয়ে আনেন এবং সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করেন, যার অধীনে চারটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।”

মির্জা ফখরুল বলেন, “যারা বলে বিএনপি সংস্কার চায় না, তারা আসলে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি সব সময়ই জনগণের কল্যাণে সংস্কারের পক্ষে ছিল—১০ দফা, ২৭ দফা, ৩১ দফা—সবই সংস্কারের ধারাবাহিকতা।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নির্বাচন করতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণাকে আমরা সমর্থন করি। তবে একটি মহল নির্বাচন প্রক্রিয়া বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে, তারা বিভ্রান্তি তৈরি করছে।”

আলোচনায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন