কাবিনে যেহেতু স্বাক্ষর করেছেন, সংসারও করতে হবে

Liberty News Desk
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, অথচ এখন সেই সনদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।”

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম বাইপাস এলাকায় এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “নাসির ভাই আজ বলেছেন, স্বাক্ষর করার পর আবার বিপরীতে দাঁড়ানো হয়েছে। বিয়ে যদি না করতে চাও, তাহলে কাবিনে সই দিলে কেন? সংসার করতে না চাইলে ‘কবুল’ বললে কেন? কবুলও বলেছ, কাবিনেও সই দিয়েছ—এখন সংসারও করতে হবে। না করলে জনগণের সামনে এসে বলতে হবে—আমরা ডিভোর্স দিতে চাই। জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না, সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়াও দায়িত্বহীনতা।”

এর আগে হাসনাত আবদুল্লাহ ফিতা কেটে লাকসাম উপজেলা এনসিপি কার্যালয়ের উদ্বোধন করেন।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক (কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক) নাভিদ নওরোজ শাহ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রধান সমন্বয়ক আল মাহমুদ (ফজলে রাব্বী)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জুলাই আন্দোলনের শহীদ লাকসামের জিসানের নানা জাবেদ মিয়া, এনসিপির কেন্দ্রীয় সংগঠক সালাউদ্দিন জাবের, উপজেলা সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান ও মো. আশিকুল ইসলাম।

পথসভা শেষে লাকসাম সদরে এনসিপির পক্ষ থেকে প্রচারপত্র বিতরণ করা হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন