ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের প্রতিযোগিতা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ‘হ্যাঁ’ ও ‘না’ লেখা পোস্টের ঢল। বুধবার দিবাগত রাত থেকেই এই নতুন ট্রেন্ডে সরব হয়ে উঠেছে ব্যবহারকারীদের নিউজফিড।

যদিও বেশিরভাগ পোস্টেই স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই, তবে অনেকেই বুঝে নিচ্ছেন—এটি আসলে গণভোটকে কেন্দ্র করে শুরু হওয়া অনলাইন প্রচারণা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান থেকেই এই ট্রেন্ডের সূত্রপাত।

তথ্য অনুযায়ী, গণভোটের প্রশ্নে একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের অবস্থান তুলে ধরছে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সমর্থকরাই ‘হ্যাঁ’ ও ‘না’ লিখে অবস্থান প্রকাশ করছেন।

বিএনপি এখনো জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে। তবে জামায়াত চায় নভেম্বরে আলাদা করে গণভোট অনুষ্ঠিত হোক। অন্যদিকে এনসিপি নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানালেও নির্দিষ্ট সময় উল্লেখ করেনি।

ফলে, তিন দলের অবস্থান কাছাকাছি হলেও গণভোটের সময় ও প্রক্রিয়া নিয়ে মতভেদ তৈরি হয়েছে, যা ফেসবুকেও তর্ক-বিতর্কের জন্ম দিয়েছে।

এ প্রচারণায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ‘না’ পোস্ট করেছেন, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজে ‘হ্যাঁ’ লিখে পোস্ট দেওয়া হয়েছে।

এদিকে, জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করেছে। কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন