জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের সুযোগ নেই : নাহিদ ইসলাম

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই। সরকারের এখন প্রধান দায়িত্ব হওয়া উচিত এই সনদ বাস্তবায়ন নিশ্চিত করা।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মোটেলে দলের বিভাগীয় সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দলের কেন্দ্রীয় নেতারা।

নাহিদ ইসলাম বলেন, “৫ আগস্টের পর দেশে দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রের কারণে নানা রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মতপার্থক্য ভুলে জাতীয় ঐক্য গঠনই সময়ের দাবি। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করে, তাহলে তাদেরও জনগণের জবাবদিহির মুখে পড়তে হবে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এনসিপি এখন কোনো জোটে যাচ্ছে না। আমরা এককভাবেই সাংগঠনিক ও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছি।”

শাপলা প্রতীক নিয়ে নাহিদ ইসলাম বলেন, “প্রতীক না দিলে নির্বাচন কমিশনকে আইনগতভাবে ব্যাখ্যা দিতে হবে। তবে যদি নতুন দলের ক্ষেত্রে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াবে।”

এ সময় দলীয় নেতারা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেন এবং উত্তরাঞ্চলের আঞ্চলিক বৈষম্য দূরীকরণে সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন