জামায়াতে ইসলামী’র নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোটের সঙ্গে উচ্চকক্ষ (পিআর) বিষয়টি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এ বিষয়টির সমাধান করা প্রয়োজন। তিনি মনে করেন, জাতীয় নির্বাচন কোনো কারণে বিলম্বিত হলেও জুলাই সনদ বাস্তবায়ন সবচেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ দলের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, “জুলাই সনদ এতটাই গুরুত্বপূর্ণ যে, প্রয়োজনে কিছু ব্যয় বহন করেও গণভোট আয়োজন করতে হবে। নভেম্বরে গণভোট না হলে ভবিষ্যতের নির্বাচনী প্রক্রিয়ায় চাপ সৃষ্টি হতে পারে।”
তিনি আরও জানান, জুলাই সনদের বাস্তবায়ন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটের পরিবেশ ও সরকারের অবস্থান— এসব বিষয় নিয়েই প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য জামায়াত প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও প্রতিনিধি দলকে অবহিত করেন ডা. তাহের।
এলএনডি/এমআর






