ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’  বাদ দিয়ে প্রতারণা করেছে : মির্জা ফখরুল

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়াকে প্রতারণা হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “গতকাল জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ দিয়েছে। আমরা বিস্মিত হয়েছি— বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ সনদে অন্তর্ভুক্ত করার যে প্রতিশ্রুতি ছিল, তা বাদ দেওয়া হয়েছে। এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্পষ্ট প্রতারণা, যা অবিলম্বে সংশোধন করা জরুরি।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আপনি প্রতিশ্রুতি দিয়েছেন— প্রয়োজনীয় সংস্কার শেষে এমন একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করবেন, যার মাধ্যমে জনগণের সংসদ গঠিত হবে। সেই সংসদই পরবর্তীতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে। এই অঙ্গীকার থেকে বিচ্যুত হলে এর দায়ভার আপনাকেই নিতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণের ম্যান্ডেটে গঠিত সংসদই প্রকৃত সংস্কারের জায়গা। তাই নির্বাচনের মাধ্যমে বৈধ প্রতিনিধিত্ব নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।”

মির্জা ফখরুল সতর্ক করে বলেন, “নির্বাচন যত বিলম্বিত হবে, ফ্যাসিবাদী শক্তি ততই শক্তিশালী হয়ে উঠবে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন