বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “জাতীয় ঐকমত্য কমিশন তাদের প্রস্তাবের মাধ্যমে জাতীয় ঐক্য গঠনের পরিবর্তে ‘জাতীয় অনৈক্য’ সৃষ্টির প্রচেষ্টা নিয়েছে। এজন্য তাদের ধন্যবাদ জানাতেই হয়।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন নিজেদের দায় থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যেই কিছু সুপারিশ পেশ করে কার্যক্রম শেষ করতে চায়।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি, উপদেষ্টা পরিষদ ও সরকার এসব প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং সাংবিধানিক ভিত্তিতে গ্রহণযোগ্য কোনো প্রক্রিয়া গ্রহণ করবে।”
বিএনপি নেতা আরও বলেন, “জুলাই জাতীয় সনদের ৮৪টি দফার মধ্যে বিভিন্ন দফায় আমাদের দলসহ আরও কিছু রাজনৈতিক দলের মতবিরোধ ছিল। সেখানে ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সনদে বলা আছে— যে দলগুলো এসব নোট অব ডিসেন্ট দিয়েছে, তারা নির্বাচনী ইশতেহারে সেগুলো উল্লেখ করে জনসমর্থন পেলে তা বাস্তবায়নের সুযোগ পাবে। কিন্তু আজ যে সংযুক্ত সুপারিশপত্র প্রকাশ করা হয়েছে, তাতে এসব ‘নোট অব ডিসেন্ট’-এর কোনো উল্লেখই নেই, যা বিস্ময়কর।”
এলএনডি/এমআর






