এনসিপি কোন জোটে যাবে, যা বললেন নাহিদ ইসলাম

Liberty News Desk
সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জোট ও আসন সমঝোতা নিয়ে আলোচনা নতুন করে ত্বরান্বিত হয়েছে। বিভিন্ন জোটের ভাঙা-গড়া নিয়ে চলছে তৎপরতা। এর মধ্যে তরুণ প্রজন্মনির্ভর রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোন জোটে যাবে, তা নিয়ে কৌতূহল রাজনৈতিক মহলে।

রাজনীতিতে গুঞ্জন উঠেছে, বিএনপির সঙ্গে সম্ভাব্য জোট গঠন নিয়ে আলোচনা চলছে এনসিপির অভ্যন্তরে। তবে দলটির শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর পর্যটন মোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এখন পর্যন্ত আমরা কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। যদি যাই, সেটা হবে নীতিগতভাবে, দেশের স্বার্থে।”

তিনি আরও বলেন, “সংস্কার ও পরিবর্তনের পক্ষে যারা আছে, যারা জনগণের পাশে দাঁড়াচ্ছে—আমরা তাদের সঙ্গে থাকতে পারি। কিন্তু যাদের ইতিহাসে দায়ভার রয়েছে বা সংস্কারের বিপক্ষে অবস্থান নেয়, তাদের সঙ্গে জোটের আগে আমাদের ভাবতে হবে। জনগণ আমাদের কাছ থেকে অনেক আশা করে, তাই আমরা নিজেদের শক্তিতেই এগোতে চাই।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক হান্নান মাসউদ, কেন্দ্রীয় সদস্য আসিফ নেহাল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান মোবাশ্বের আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন