নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ ইউনাইটেড পার্টি’র আত্মপ্রকাশ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দলগুলোর উত্থান ঘটছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি)’।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠন—এই ১৮ দফা লক্ষ্য সামনে রেখে পথচলা শুরু করেছে দলটি।

দলের চেয়ারম্যান জাকির হোসেন প্রধানিয়া সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের উদ্দেশ্য হলো স্বাধীনতার চেতনায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অধিকার সংরক্ষণ করা, অর্থনৈতিক ভারসাম্য স্থাপন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা।”

দলের ১৮ দফা লক্ষ্য ও উদ্দেশ্য-
১. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ, মূল্যায়ন ও সুরক্ষা নিশ্চিত করা।
২. জুলাই যোদ্ধা, চব্বিশের শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা ও প্রাপ্য অধিকার দেওয়া।
৩. বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করে যুগোপযোগী বিচারব্যবস্থা গড়ে তোলা।
৪. হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে জাতীয় চেতনা বিকাশ করা।
৫. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা অটল থাকা।
৬. প্রকৃত গণতন্ত্রের চর্চা ও বিকাশে অবিচল থাকা।
৭. মানবাধিকার, বাকস্বাধীনতা ও ধর্মীয় সমমর্যাদা নিশ্চিত করা।
৮. অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য ও বেকারত্ব দূর করা।
৯. যুগোপযোগী প্রযুক্তিনির্ভর শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
১০. দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা।
১১. নারী উন্নয়ন ও কর্মক্ষেত্রে সমঅধিকার প্রতিষ্ঠা করা।
১২. পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
১৩. যুবসমাজকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
১৪. প্রবাসীদের সুরক্ষা, ভোটাধিকার ও মর্যাদা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া।
১৫. দেশের স্বার্থে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতি গ্রহণ।
১৬. দুর্নীতিবিরোধী কার্যকর পদক্ষেপ ও জবাবদিহি প্রতিষ্ঠা।
১৭. গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা।
১৮. কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা।

জাকির হোসেন প্রধানিয়া বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ন্যায়, মানবতা, গণতন্ত্র ও সমতার মূল্যবোধ থাকবে। মুক্তিযুদ্ধের আদর্শই আমাদের পথনির্দেশক।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন