৩ বছর আগেই বিএনপি সংস্কার শুরু করেছে : মঈন খান

Liberty News Desk
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা নতুন কিছু নয়, বিএনপি সেই কাজ বহু আগেই শুরু করেছিল।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মঈন খান বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কারের যে কথা বলছে, বিএনপি সেটি তিন বছর আগেই শুরু করেছিল। গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। বিএনপি সেই সংস্কারের প্রতিশ্রুতিতে অটল রয়েছে। আমাদের সংস্কার শিখানোর প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংসের চেষ্টা করতে গিয়ে নিজেরাই বিলুপ্তির পথে যাচ্ছে। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখেরও বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিরোধী দলকে দমন করে রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিল তারা, কিন্তু সেই ষড়যন্ত্র সফল হয়নি। বরং এখন তারাই রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে।”

বিএনপির এই নেতা বলেন, “বিশ্ব ইতিহাসে দেখা গেছে, যারা জনগণের ওপর নির্যাতন চালিয়ে স্বৈরাচারী শাসন কায়েম করেছিল, তাদের কেউই টিকে থাকতে পারেনি। একই পরিণতি হবে আওয়ামী লীগেরও।”

১/১১ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে আর কখনও ১/১১-এর মতো পরিস্থিতি ফিরে আসবে না। কেউ যদি মনে করে আবার সেই সময় আসবে, তবে সে বিভ্রমে বাস করছে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন