আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে বৃহত্তর জোট গঠনের পরিকল্পনা করছে বিএনপি।
সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “বিএনপি চায় ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকুক। কেউ যেন বিভেদের পথে না যায়, সেই বার্তাই আমরা দিতে চাই।”
সালাহউদ্দিন আহমদ আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগে দলীয় প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে ঐক্য ও সংগঠনের শক্তি ধরে রাখার চেষ্টা করছে বিএনপি।
ভবিষ্যতের রাজনৈতিক দিকনির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর। তরুণ ও যুব সমাজের চিন্তা-ভাবনাকে সামনে রেখে দেশ পুনর্গঠনের পরিকল্পনা নিচ্ছে বিএনপি।”
এলএনডি/এমআর






