আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৬ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়ে পাঁচটি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সভায় উপস্থিত মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “যাকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে, সবার দায়িত্ব হবে তার পক্ষে কাজ করা। প্রকৃত বিএনপি কর্মীরা কখনো দলকে বিভক্ত করবেন না।”
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকাল ৪টা থেকে প্রথমে চট্টগ্রাম ও রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় শুরু করেন তিনি। পরে ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আলোচনা হয়।
মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ দলীয় নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতবিনিময় করবেন।
সূত্র জানায়, সভার শুরুতেই বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। তারা বলেন, “দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের ঐক্য বজায় রাখা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় অংশ নেওয়া একাধিক মনোনয়নপ্রত্যাশী জানান, তারেক রহমান বলেন, “এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেজন্য প্রার্থী বাছাই করতে হচ্ছে নানা বিষয় বিবেচনা করে। যাকেই মনোনয়ন দেওয়া হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে—না হলে দল ও দেশের ক্ষতি হবে।”
তিনি আরও বলেন, “মনোনয়ন পাওয়া প্রার্থীদের প্রথম কাজ হবে নিজ নিজ এলাকায় সহকর্মীদের সঙ্গে বসে পরামর্শ করা। স্থানীয় পর্যায়ে ঐক্য না থাকলে নির্বাচনে সফল হওয়া কঠিন। তাই সবার সহযোগিতা নিয়েই নির্বাচন পরিচালনা করতে হবে।”
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মনোনয়নপ্রত্যাশী ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক বলেন, “তারেক রহমান আমাদের দলের সর্বোচ্চ নেতা। তিনি যে সিদ্ধান্ত নেবেন, আমরা তা মেনে নেব। তবে আশা করি ত্যাগী নেতাকর্মীরা যথাযথ মূল্যায়ন পাবেন।”
রংপুরের ঠাকুরগাঁও-৩ (রানীশংকৈল-পীরগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী কামাল আনোয়ার আহাম্মেদ বলেন, “এই মতবিনিময় সভা প্রয়োজনীয় ছিল। যদিও সবার বক্তব্য শোনার সুযোগ পাওয়া গেলে আরও ভালো হতো, তবে আমরা দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে গ্রহণ করব।”
এলএনডি/এমআর






