সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

Liberty News Desk
ফাইল ছবি

ছোটখাটো মতবিরোধ ও সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সব রাজনৈতিক দলকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ অক্টোবর) সকালে দৈনিক নয়াদিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে এবং দেশকে এগিয়ে নিতে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি। সময়মতো সুষ্ঠু নির্বাচন হলে দেশ আবারও প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারবে।”

তিনি অভিযোগ করে বলেন, “গত সরকারের সময়ে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং প্রায় ২০ হাজার কর্মী গুম বা হত্যার শিকার হয়েছেন।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “রাজনৈতিক সহিংসতা বা মতানৈক্য বড় আকারে ছড়িয়ে না দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকেই সব দলের লক্ষ্য হওয়া উচিত।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “শেখ হাসিনা এককভাবে বাকশাল পদ্ধতি চালু করেছিলেন। তখন গণমাধ্যমগুলো একইসঙ্গে তার দেওয়া বক্তব্য প্রচার করত।”

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “বর্তমানের সংবাদমাধ্যমগুলো বিগত সরকারের সময়কার ভয়ভীতির সংস্কৃতি যথাযথভাবে তুলে ধরতে পারেনি। এখন গণমাধ্যমের দায়িত্ব সেই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন