জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না : আখতার হোসেন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দলে পরিণত করার পেছনে জাতীয় পার্টির ভূমিকা সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (২৬ অক্টোবর) গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, “গণ অধিকার পরিষদের অনেক নেতা-কর্মী জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। নুরুল হক নূর ভাইকেও রক্ত দিতে হয়েছে। তাই জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে না বলে আমরা মনে করি।”

তিনি আরও বলেন, “আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনো ফ্যাসিবাদী দল আগামী নির্বাচনে অংশ নিতে না পারে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নিচ্ছে না এবং তাদের কার্যক্রমও স্থগিত করা হয়েছে। তবে যে দলটি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী করার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, সেই জাতীয় পার্টির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাস্তবে জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগের অংশ।”

স্মৃতিচারণ করে এনসিপি নেতা বলেন, “গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের সঙ্গে আমরা কঠিন সময় পার করেছি। এখানে উপস্থিত অনেকে আমার সহযোদ্ধা, যাদের সঙ্গে রাজপথে আন্দোলন করেছি, জেল খেটেছি। সেই উত্তাল দিনগুলো আমার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে থাকবে চিরকাল।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। রাষ্ট্র কাঠামোয় বড় পরিবর্তন আসছে। একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও আইনের শাসনভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো একত্র হয়েছে। জুলাই সনদকে আইনি কাঠামোয় রূপ দিতে আমরা একমত হয়েছি, তবে এখনো সেটি বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাইনি।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন