ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি এনসিপির

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি দাবি করেছে, বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নেতৃত্বে এই হামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হামলার বিচার না হলে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও তুলেছে এনসিপি।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা এসব দাবি জানান।

এ সময় দলটির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, “রুমিন ফারহানার নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়েছে। নির্বাচন কমিশন এটি ঠেকাতে ব্যর্থ হয়েছে। হামলার দায় এড়াতে রুমিন ফারহানাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, অন্যথায় আমরা সিইসিসহ কমিশনারদের পদত্যাগ দাবি জানাব।”

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হিসেবে রুমিন ফারহানা যেভাবে রাজনৈতিক সন্ত্রাসকে উৎসাহিত করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা নির্বাচনে নৈরাজ্য সৃষ্টি করবে, তাদের আমরা কঠোরভাবে প্রতিহত করব।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “নির্বাচন কমিশনের ভূমিকা সবসময় প্রশ্নবিদ্ধ। আমরা দেখেছি, কমিশনে ঢোকার সময় আমাদের নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে, কিন্তু বিএনপির নেতাকর্মীদের জন্য উন্মুক্ত সুযোগ রাখা হয়েছে। ফলে মনে হয়, নির্বাচন কমিশন কয়েকটি দলের কার্যালয়ে পরিণত হয়েছে।”

হাসনাত আবদুল্লাহ জোর দিয়ে বলেন, “আমরা কোনো ডানপন্থি বা বামপন্থি কমিশন চাই না; আমরা চাই বাংলাদেশপন্থি নির্বাচন কমিশন। এজন্য বর্তমান কমিশন পুনর্গঠন অপরিহার্য।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন