১৫ বছরের ক্ষতিগ্রস্ত দেশকে জোড়াতালি দিয়ে পরিবর্তন সম্ভব নয় : মির্জা ফখরুল

Liberty News Desk
ফাইল ছবি

বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষ্য অনুযায়ী, দীর্ঘ ১৫ বছরে দেশকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যা রাতারাতি পূরণ করা সম্ভব নয়। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই ন্যূনতম ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্বে থাকবেন। কিন্তু বর্তমান পরিস্থিতি মানুষকে ক্রমেই হতাশ করছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, আমলাদের নিয়ন্ত্রণে সবকিছু চলে যাচ্ছে। এক বছরে নয়, দীর্ঘ সময় ধরে তৈরি হওয়া সমস্যার সমাধান করতে হবে ধাপে ধাপে। নিয়মিত নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে প্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত হলে গণতন্ত্রও শক্তিশালী হবে।

মির্জা ফখরুল আরও বলেন, অর্থনৈতিক কাঠামো সংস্কার বা দুর্নীতি নিরসনের মতো কাজ একদিনে সম্ভব নয়। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের স্বাভাবিক প্রক্রিয়া তৈরি না হলে বড় ধরনের পরিবর্তনও বাস্তবায়ন করা যায় না।

তিনি আরও মন্তব্য করেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবি যতই জোরদার হচ্ছে, ততই বিভ্রান্তি তৈরি করার জন্য উগ্রবাদ চাপিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে। এতে করে সাধারণ মানুষ আরও বেশি হতাশ হয়ে পড়ছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন