বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নেবে কিনা, তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য সরকারের সিদ্ধান্তকে জামায়াতের শর্ত ও দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অন্যথায় তারা নির্বাচনে যাবে না।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
ড. আযাদ জানান, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। তবে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন না হলে তা কখনোই সুষ্ঠু হবে না এবং জাতীয় নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হবে।
তিনি বলেন, সমান প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করাই এখন সবচেয়ে জরুরি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভোটের মাঠে সে পরিবেশ নেই।
জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার যদি পিআর পদ্ধতিতে নির্বাচনে যায়, তখনই জামায়াত তাদের অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
এলএনডি/এমআর






