মালয়েশিয়া সফরে যাচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

Liberty News Desk
সংগৃহীত ছবি

জুলাই মাসের গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। আগামী ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত তার এ সফর চলবে। সফরের আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, মালয়েশিয়া চ্যাপ্টার।

সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

এই সফরের অংশ হিসেবে একটি গ্র্যান্ড পাবলিক ইভেন্ট আয়োজন করা হবে, যেখানে ৩ শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত থাকবেন। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী, ছাত্র-ছাত্রীসহ প্রবাসী জনগণ অংশ নেবেন।

আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসীদের অধিকার, মানবাধিকার সুরক্ষা, সামাজিক দায়িত্ব এবং রাষ্ট্রগঠনে প্রবাসীদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের মতে, এই সফরের মূল লক্ষ্য হলো গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের পরিবর্তন ও নতুন সম্ভাবনা প্রবাসীদের সামনে তুলে ধরা এবং তাদের রাষ্ট্রগঠনে আরো সক্রিয়ভাবে সম্পৃক্ত করা।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সফরটিকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজকদের বিশ্বাস, এ সফর প্রবাসীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াবে এবং দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য মো. এনামুল হক বলেন, “নাহিদ ইসলামের এই সফর প্রবাসীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে এবং তাদের রাষ্ট্রগঠনে সক্রিয়ভাবে সম্পৃক্ত করবে।”

অন্য এক কেন্দ্রীয় সদস্য আলমগীর চৌধুরী আকাশ মন্তব্য করেন, “এই সফরের মাধ্যমে প্রবাসীরা নতুন দিকনির্দেশনা ও উৎসাহ পাবেন, যা বাংলাদেশের অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন