ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব হয়েছে : রিজভী

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলকে মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, সারা দেশেই আইনবহির্ভূতভাবে এমন মব সংস্কৃতি চালু রয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে এমন ব্যবস্থা গ্রহণ করা, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে। জাতি এখন নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় আছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় যেসব ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, সেগুলো বাতিল করতে হবে। ভোটারবান্ধব কেন্দ্র স্থাপনই মূল লক্ষ্য হওয়া উচিত। ফ্যাসিবাদের সময়ে যেসব কেন্দ্র স্থাপিত হয়েছিল, সেগুলো উদ্দেশ্যমূলক এবং গ্রহণযোগ্য নয়।

প্রসঙ্গত, এর আগের দিন রোববার শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের এক নেত্রীকে ফরম তুলতে বাধা দেওয়ার অভিযোগ তোলে সংগঠনটি।

এ সময় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু, বর্তমান সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, ডা. জাহেদুল কবির, সরদার নূরুজ্জামান, বাবুল সারেংসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন