বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে কখনোই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। আওয়ামী দোসরদের পোলিং এজেন্ট বানালে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হবে না। তাই মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে এবং প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলানগরে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের জনগণ এখনো এই ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। যাঁরা পিআর দাবি করছেন, তাঁদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন রয়েছে।”
রুহুল কবীর রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ১৬ বছরের শাসনকালে বিএনপি নেতাকর্মীরা জীবনের বড় একটি সময় কারাগারে কাটাতে বাধ্য হয়েছেন। তিনি আরও বলেন, নীলফামারীর একজন প্রভাবশালী মন্ত্রী বিএনপির নেতাকর্মীদের ওপর চরম দমন-পীড়ন চালিয়েছেন, যা সবাই জানে।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ নীলফামারী জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এলএনডি/এমআর






