এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বহিষ্কার

Liberty News Desk
ছবি : সংগৃহীত

গুরুতর শৃঙ্খলাভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। তবে দলটির একাধিক সূত্র জানিয়েছে, দলীয় নির্দেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এই বহিষ্কারাদেশ ১৮ আগস্ট থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

জানা গেছে, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদের নেতৃত্বাধীন ‘DUFirst’ প্যানেল থেকে ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দেন মাহিন সরকার। তবে বিষয়টি এনসিপির শীর্ষ নেতৃত্ব ভালোভাবে নেয়নি এবং তাকে নির্বাচনে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছিল।

এনসিপির একটি সূত্র জানায়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) যদিও এনসিপির আনুষ্ঠানিক ছাত্র সংগঠন নয়, তবে তারা এনসিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে রাজনীতি করে এবং যৌথভাবে কর্মসূচিতে অংশ নেয়। এমনকি ডাকসু নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতেও বাগছাসের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই অন্য প্যানেল থেকে এনসিপির একজন নেতার প্রার্থী হওয়া বাগছাসের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

এনসিপির এক কেন্দ্রীয় নেতা বলেন, “দল তাকে নির্বাচনে না দাঁড়াতে নির্দেশ দিয়েছিল। কিন্তু মাহিন সরকার দলের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। মূলত এই কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন