রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন: মির্জা ফখরুল

Liberty News Desk
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান রাষ্ট্র ও অর্থনৈতিক কাঠামো পরিবর্তন অত্যন্ত জরুরি। তবে এ পরিবর্তন ধীরে ধীরে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আনতে হবে।

রাজধানীতে শনিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, গত ১৫ বছরে দেশের অর্থনীতি, রাজনীতি ও গণতন্ত্রের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে, এবং জবাবদিহিতা না থাকায় রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের জন্য এখনই সময়। সমস্যার সমাধান করে, ঐক্যবদ্ধভাবে সবাইকে একসাথে কাজ করতে হবে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রে ফেরার জন্য আর সময় নেওয়া যাবে না, এখনই দ্রুত পদক্ষেপ নিতে হবে। তিনি জানান, বিএনপি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায়।

তিনি আরও বলেন, রাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক ভিত্তি যেখানে একসময় জিয়াউর রহমানের হাত ধরে শক্তিশালী হয়েছিল, সেগুলো এখন পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ট্যারিফ নীতির বিষয়ে উদ্বেগ জানিয়ে মির্জা ফখরুল বলেন, এমন পদক্ষেপ বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে বলে তিনি মত দেন।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন