একদলের পরিবর্তে আরেক দল ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য জুলাই বিপ্লব হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য ছাত্র-জনতা রাজপথে রক্ত দেয়নি বলেও মন্তব্য তার।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল রাষ্ট্রের মৌলিক সংস্কারের মাধ্যমে সব বৈষম্যের অবসান ঘটানো। সে লক্ষ্য আদায়ে সকলেই আওয়াজ তুলতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, ‘জুলাই আন্দোলনে নতুন দেশ হয়েছে, কিন্তু দেশ এখনো গঠন হয়নি।
গাইবান্ধা থেকে সেই দেশ গঠনের যাত্রা শুরু হলো। আমরা নতুন দেশ গঠনের জন্য রাজপথে নেমেছি। নতুন দেশে মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে নির্ভয়ে মতপ্রকাশ ও অধিকারের কথা বলবে।’
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিয়ন, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মোহাম্মদ আতাউল্লাহ, সদস্য ফিহাদুর রহমান দিবস প্রমুখ।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






