১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ বন্ধের হুমকি আদানি পাওয়ারের

Liberty News Desk
ছবি : সংগৃহীত

আগামী ১০ নভেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধ না হলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড।

৩১ অক্টোবর প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এই সতর্কবার্তা দেন।

চিঠিতে উল্লেখ করা হয়, বিপিডিবির কাছে এখনো ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া রয়েছে, যার মধ্যে ২৬২ মিলিয়ন ডলার বিপিডিবির নিজস্ব স্বীকৃত অপরিশোধিত বিল। যদি ১০ নভেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধ না করা হয়, তবে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে।

আদানি পাওয়ার জানায়, ধারাবাহিক যোগাযোগ ও একাধিক চিঠি পাঠানোর পরও বিপিডিবি অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছে। তারা স্মরণ করিয়ে দেয়, ২০১৭ সালের ৫ নভেম্বর স্বাক্ষরিত পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টের (পিপিএ) নির্দিষ্ট ধারায় এমন পরিস্থিতিতে সরবরাহ স্থগিত রাখার অধিকার তাদের রয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সরবরাহ বন্ধ থাকলেও তারা ‘ডিপেন্ডেবল ক্যাপাসিটি’-র ভিত্তিতে ক্যাপাসিটি পেমেন্ট পাওয়ার অধিকার সংরক্ষণ করবে।

এর আগে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক চিঠিতে ৪৬৪ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধের আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ আংশিক অর্থ প্রদান করলেও একটি উল্লেখযোগ্য অঙ্ক এখনো বাকি রয়েছে। এছাড়া ২৩ জুনের বৈঠকে বিপিডিবি কর্মকর্তারা সেপ্টেম্বরের মধ্যে সব পাওনা মেটানোর আশ্বাস দিলেও এখনো কোনও সময়সূচি নির্ধারণ করা হয়নি।

বিদ্যুৎ বিভাগের সূত্র জানায়, বর্তমানে বিপিডিবি সরকার গঠিত ন্যাশনাল রিভিউ কমিটি অন পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টস (পিপিএ)-এর নির্দেশনা অনুযায়ী কাজ করছে। কমিটির প্রধান বিচারপতি মইনুল ইসলাম ২ নভেম্বর অনুষ্ঠিত এক বৈঠকে ‘বেসিক গভর্ন্যান্স ফেইলিউর অ্যান্ড রিভিউ অব অ্যানোমালিজ ইন দ্য অ্যাপ্রুভাল প্রসেস অন আদানি’ শীর্ষক প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন করেছেন। চূড়ান্ত প্রতিবেদন আগামী জানুয়ারিতে প্রকাশের কথা রয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন