প্রধান বিচারপতির নেতৃত্বে বসছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা

Liberty News Desk
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা আজ (মঙ্গলবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হচ্ছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি উপস্থিত থাকবেন।

আইন সংশ্লিষ্ট মহল মনে করছে, দেশের বর্তমান পরিস্থিতিতে এবারের ফুলকোর্ট সভাটি বিশেষ গুরুত্ব বহন করছে। জানা গেছে, সভায় নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি, পৃথক সচিবালয় গঠনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

সূত্র জানিয়েছে, পদোন্নতির প্যানেলে মোট ১ হাজার ১০৩ জন বিচারিক কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন। এর মধ্যে— অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে জেলা ও দায়রা জজ পদে ৩৪৫ জন, যুগ্ম জেলা ও দায়রা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে ২০৭ জন, সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে ৫৫১ জন।

সভা শেষে পদোন্নতি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আইন মন্ত্রণালয়।

এদিকে, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর এক কর্মকর্তা জানান, অতীতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রায় শতাধিক নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধে অনুসন্ধান চলছে, যার মধ্যে ৫৩ জনের নাম ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে বিষয়টির আপডেট দুদককে এখনও জানানো হয়নি।

অন্যদিকে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সম্প্রতি ১৯১টি নতুন জেলা জজের পদ এবং পৃথক দেওয়ানি ও ফৌজদারি আদালত গঠনের কারণে বৃহৎ পরিসরে পদোন্নতির প্রয়োজন দেখা দিয়েছে।

সুপ্রিম কোর্টের আরেক সূত্র জানায়, এবারের ফুলকোর্ট সভায় ২০২৬ সালের ক্যালেন্ডার ও পদোন্নতি সংক্রান্ত নীতিমালা অনুমোদনের বিষয়ও উপস্থাপন করা হবে। নতুন পদ সৃষ্টি হওয়ায় একাধিক ব্যাচের কর্মকর্তাকে একসঙ্গে পদোন্নতির প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রক্রিয়াগতভাবে, পদোন্নতির প্যানেল চূড়ান্ত হলে তা প্রথমে সুপ্রিম কোর্টে পাঠানো হয়, এরপর বাছাই কমিটি ও ফুলকোর্ট সভার অনুমোদন নিয়ে প্রস্তাবটি আইন মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা পদোন্নতি পান।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা, ২০০৭ অনুযায়ী, সহকারী জজদের কমপক্ষে চার বছর, সিনিয়র সহকারী জজদের দুই বছর, এবং অতিরিক্ত জেলা জজদের দুই বছর দায়িত্ব পালনের পর পদোন্নতির যোগ্যতা অর্জন করতে হয়। তবে অভিযোগ রয়েছে, বাস্তবে এই বিধি সবসময় যথাযথভাবে অনুসরণ করা হয় না।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন