আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ৪৮ হাজারেরও বেশি সদস্য নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত ৪৮ হাজার ১৩৪ জন পুলিশ সদস্য এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর আগে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষকদের জন্য “ট্রেনিং অব ট্রেইনার্স (ToT)” কোর্স অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আসন্ন নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পর্যবেক্ষণাধীন থাকবে। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো প্রতিটি সদস্যকে দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান হিসেবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চলমান প্রশিক্ষণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন। পুলিশের সব ইউনিট প্রধানদের প্রশিক্ষণ যথাযথভাবে বাস্তবায়নের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
এছাড়া, গত রবিবার (২ নভেম্বর) আইজিপি রাজশাহী ও বগুড়া সফর করে মাঠপর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী সদস্যদের সঙ্গে মতবিনিময় করে দিকনির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, চলমান নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম আগামী জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকবে।
এলএনডি/এমআর






