জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে

Liberty News Desk
ফাইল ছবি

নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোট গঠন করলেও নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে সরকার ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে।

সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরপিওতে আনা হয়েছে একাধিক সংশোধন।

নতুন বিধান অনুযায়ী, আগামী জাতীয় নির্বাচনে কোনো জোটভুক্ত নিবন্ধিত দল অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে না। জোটের মনোনীত প্রার্থীদের নিজেদের দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে হবে।

এর আগে, গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন পায়। বৈঠকে বিএনপি জোটের প্রতীক সংক্রান্ত ২০ অনুচ্ছেদে আপত্তি জানালেও, জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশোধন বহাল রাখার পক্ষে মত দেয়।

এছাড়া, নির্বাচনকে সামনে রেখে আরপিও ছাড়াও ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন ও নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধনের কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা ও সাংবাদিক নীতিমালাসহ বিভিন্ন বিধি-বিধানও হালনাগাদ করা হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন