সাবেক মুখ্যসচিব ড. কামাল সিদ্দিকীর ইন্তেকাল

Liberty News Desk
ছবি : সংগৃহীত

অর্থনীতিবিদ, প্রশাসক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ড. কামাল সিদ্দিকী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ড. কামাল সিদ্দিকী ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন খ্যাতিমান লেখক ও প্রশাসক, পাশাপাশি মোনাশ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর সময় তিনি নড়াইলের সাব-ডিভিশনাল অফিসার (এসডিও) হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধে যোগ দিতে তিনি সরকারি চাকরি ছেড়ে ভারতে যান এবং ১২ এপ্রিল কলকাতায় পৌঁছান। এরপর ঘোজাডাঙ্গা-সাতক্ষীরা সীমান্তের একটি ক্যাম্পে থেকে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নেন।

সেই বছরের জুন মাসে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কর্নেল এম. এ. জি. ওসমানী ঘোজাডাঙ্গা ঘাঁটি পরিদর্শনে এসে তাকে কলকাতায় নিয়ে যান এবং পরবর্তীতে প্রবাসী বাংলাদেশ সরকারের উপসচিব হিসেবে নিয়োগ দেন।

দেশ স্বাধীন হওয়ার পরদিন, ১৭ ডিসেম্বর ১৯৭১ সালে তিনি দেশে ফিরে এসে খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দীর্ঘ প্রশাসনিক জীবনের পর তিনি ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন